দৈনিক আমার দেশ পাঠক মেলা’র ফেনী জেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে

আলাউদ্দিন,ফেনী জেলা প্রতিনিধি:

১৫/০৪/২০২৫ (মঙ্গলবার) ফেনী সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ও কিংবদন্তি ব্যক্তিদের উপস্থিতিতে সবার মত-বিনিময়ের মাধ্যমে মজলুম ও সাহসী সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তী ড. মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলার ফেনী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা ১৯ জন।

উক্ত আহ্বায়ক কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ আলী।

বিশিষ্টজনদের মতবিনিময়ের মাধ্যমে গঠিত এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফেনী জেলার বিশিষ্ট সমাজসেবক, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।

যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সোনাগাজী উপজেলা বিএনপি’র নীতি-নির্ধারক ও উপজেলার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ মোঃ সেলিম রেজা, ফেনী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ও ফেনী আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আমিনুল হক ভুট্টো এবং ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন ভূঁইয়া।

সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ফেনীর কৃতি সন্তান কবি, লেখক ও শিক্ষক আব্দুস সালাম ফরায়েজী।

এছাড়াও উক্ত কমিটির সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ডাক্তার এ.এস.এম. মাসুদ রানা, প্রযোজক সৈয়দ আকরাম হোসেন, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার, ফেনী সরকারি কলেজের প্রভাষক মো. মামুনুর রশিদ, জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির নেতা প্রভাষক মোর্শেদ আলম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আলমগীর চৌধুরী আহাদ, সাংবাদিক কিশান মোশারফ, চারু-শিল্পী আবদুল কাদের জিলানী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সংগীত শিল্পী ওসমান গনী রাসেল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সদস্য আবরার হোসেন চৌধুরী, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন স্বপন এবং উদ্যোক্তা মাঈন উদ্দিন মিয়াজী।

পাঠক মেলার নতুন এই আহবায়ক কমিটি
ফেনী জেলায় দৈনিক “আমার দেশ” পত্রিকার আদর্শ, চিন্তাধারা ও মুক্তচিন্তার চর্চা বিস্তারে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন