টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহত আলামিন বাবুর মৃত্যু

মানিক হোসেন বিজয়,নিজস্ব প্রতিনিধি-

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত সোনিয়া ট্রেডার্সের ম্যানেজার আলামিন বাবু (প্রায় ৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার টঙ্গীর এক ক্যামিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী শামীম ও রুবেল নিহত হন। তাদের মৃত্যুর পর শুক্রবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলামিন বাবু।

শুক্রবার রাত ৯টায় টঙ্গীর সাহারা মার্কেটের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দিন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের শামীম, রুবেল এবং আলামিন বাবু—তারা আগুন নেভানো ও আটকে পড়া মানুষকে উদ্ধার করতে গিয়ে নিজেরাই মৃত্যুকে বরণ করেছেন। মহান আল্লাহপাক তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।”

বর্তমানে আরও দুইজন ফায়ার সার্ভিস কর্মী ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। জানাজায় এলাকাবাসীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন