চাঁদাবাজ-খুনীদের বিরুদ্ধে নতুন ভোটারদের শক্তি গড়ে তুলতে হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নিতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একদিকে থাকবে চাঁদাবাজ-খুনী ও মাস্তানরা, আর অন্যদিকে থাকবে নতুন ভোটাররা।”

তিনি আরও উল্লেখ করেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা যেন এক হাতে সার্টিফিকেট ও অন্য হাতে চাকরি নিয়ে বের হতে পারে—সে লক্ষ্যেই কাজ করা হবে। তা সম্ভব না হলে বেকার ভাতার ব্যবস্থা করা হবে।

উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন