গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে টঙ্গীতে উত্তাল রাজপথ, মশাল মিছিল

গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে টঙ্গীতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অনুষ্ঠিত এ মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বাতিলের দাবি জানান।

মিছিলকারীরা টঙ্গীর বিএনপি নেতা ও কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন সরকারকে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মশাল মিছিলটি টঙ্গী কলেজগেট থেকে শুরু হয়ে চেরাগআলী এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সময় গাজীপুর-২ আসনের কিছু এলাকা নিয়ে নতুন করে গাজীপুর-৬ আসন গঠন করে। তবে হাইকোর্ট ও পরবর্তীতে আপিল বিভাগ সেই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে। এর ফলে গাজীপুর-৬ আসনের সম্ভাব্য প্রার্থীরা অনিশ্চয়তার মুখে পড়েন।

এরই প্রেক্ষাপটে, আগে থেকেই গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় বাতিল হওয়া গাজীপুর-৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরা গাজীপুর-২ আসনে আর মনোনয়ন প্রত্যাশা করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজপথে আন্দোলনে নামেন।
গত কয়েক দিন ধরেই টঙ্গী এলাকায় গাজীপুর-২ আসনের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে সভা-সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের দাবি, টঙ্গীর জনপ্রিয় নেতা ও কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন সরকারকে এ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হোক।

অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব গাজীপুর-২ আসনে সাবেক এমপি, মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনিকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দিয়েছে।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন