
গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদা কে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে গাজীপুর উত্তর ছায়াবিথী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত জসুদা আক্তার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তিচরণের কন্যা। তিনি দীর্ঘদিন এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করেছেন। বর্তমানে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চার,পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জানান, আটককৃত শাহীদা আক্তার জসুদা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি শিশু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে অর্থায়নও করছেন বলে জানা গেছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদেরকে উসকানি দেয়ার সাথে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ সময়, তদন্তের স্বার্থে আদালতের মাধ্যমে তার রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।