গণতন্ত্র ও দেশ গঠনে ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান

দেশ গড়তে ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতার পর এক স্বৈরশাসক দেশের গণতান্ত্রিক পথ রুদ্ধ করেছিল। সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতেও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তুলতে হলে শুধু বক্তব্য বা মিছিল-সমাবেশ নয়, নেতাকর্মীদের জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে। তিনি সতর্ক করে বলেন, ‘গুপ্ত স্বৈরাচারের পুনরাবির্ভাব ঠেকাতে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঐক্য, জনগণ ও দেশ গঠন’ হবে বিএনপির আগামী দিনের মূল প্রতিপাদ্য। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন