
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর আওতাধীন কোনাবাড়ি থানার উদ্যোগে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকেল ৫টায় কোনাবাড়ির ৭ নং ওয়ার্ডের জরুন এলাকায় ইসমাইল পাঠান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস আলী সরকার, সভাপতি কোনাবাড়ি থানা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোনাবাড়ি থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং মো. বাবুল হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. ছিয়াসাত আলী হাওলাদার, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর কৃষক দল। পৃষ্ঠপোষকতা করেন মাসুদ সরকার, নির্বাহী সদস্য, কোনাবাড়ি থানা বিএনপি।
সভাপতিত্ব করেন মো. রিপন আল মামুন, আহ্বায়ক সদস্য, গাজীপুর মহানগর কৃষক দল এবং সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম, ৭ নং ওয়ার্ড কৃষক দল সভাপতি পদপ্রার্থী।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-
১। চৌধুরী আকরাম আহমেদ সিদ্দিকী, আহ্বায়ক সদস্য, গাজীপুর মহানগর কৃষক দল ২। রাজু শেখ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড কৃষক দল ৩। শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, ৯ নং ওয়ার্ড কৃষক দল ৪। আলী রাজ, সভাপতি পদপ্রার্থী, ১২ নং ওয়ার্ড কৃষক দল ৫। শহিদুল ইসলাম শহীদ , সভাপতি পদপ্রার্থী ১০ নং ওয়ার্ড কোনাবাড়ি মেট্রো থানা কৃষক দল ৬। আব্দুল খালেক, সদস্য, ৭ নং ওয়ার্ড কৃষক দল।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি ছিলেন প্রকৃত অর্থেই দেশ ও কৃষিবান্ধব একজন রাষ্ট্রনায়ক। তার স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু স্মৃতির প্রতি শ্রদ্ধা নয়, বরং পরিবেশ রক্ষা ও কৃষি উন্নয়নের প্রতীক হিসেবেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ইসমাইল পাঠান স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।