কারাগার থেকে বের হতেই সাবেক এমপিকে বেধড়ক পিটুনি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

জামিনে কারামুক্ত হওয়ার পর সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আবদুল আজিজকে মারধর করেছেন একদল যুবক। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ কারাগারের গেটের সামনে এ ঘটনা ঘটে।

তাকে মারধরের একটি ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার টেনেহিঁচড়ে জোরপূর্বক একটি গাড়িতে তোলার চেষ্টা করছেন। এ সময়ে আরও কয়েকজন যুবক তাকে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে মারধর করছেন।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পিটুনি দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ুন কবির বলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ থানা হেফাজতে রয়েছেন। তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব ১২-এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি দুপুরে তাড়াশ থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন মাস কারাভোগের পর তিনি মঙ্গলবার জামিনে মুক্ত হন।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন